ঊর্ধ্বপানে দৃষ্টি আমার
বাচাও হে রক্ষক,
তোমার নজর শুধু তাদেরই প্রতি
তারা যে ভক্ষক।
ক্ষুধার লাথি আমার পেটে
ওদের দামি স্যূট,
অতি তুচ্ছ ঘৃণিত মোরা
ওরা একশ ফুট।


দৃষ্টি তোমার দুভাগে ভাগ
করেছ বিধাতা,
কোথায় অধিকার সমাজতন্ত্র
কোথায় সাম্যতা?
তৃষ্ণার জ্বালা আমার বুকে
ওদের ভুলে ভুল
নির্যাতিত পুতুল আমি
ঝরে যাওয়া ফুল।