দোয়েল পাখি দোয়েল পাখি
বড়ই  তুমি ভাগ্যবান ,
তুমি দেশের জাতীয় পাখি
তোমার অনেক সম্মান ।
কেমন করে হলে তুমি
দেশের জাতীয় পাখি ,
কী রহস্য তোমার আছে
বলতো আমায় দেখি ।
দেশের জন্য কি করেছ
কি আছে তোমার অবদান,
মুক্তিযোদ্ধা ছিলে না তুমি
তবু পেলে এই সম্মান।
প্রেসিডেন্ট, মন্ত্রী, প্রধানমন্ত্রী  
কিছুই ছিলে না মানি ,
কবি, সাহিত্যিক, লেখক, বৈজ্ঞানিক  
ছিলেনা তুমি জানি ।
দেশের কোন উপকার করোনি
নেই কোন তোমার  কর্ম-কীর্তি
কোন অলৌকিক কাজের জন্য
হয়েছে তুমি জাতীয় পাখি ?  
তোমার দেখা দেশের মাঝে
নাই বললেই চলে ,
কি করে হলে জাতীয় পাখি
সব লোক মুখে বলে ।
তোমার চেহারায় নাই সৌন্দর্য
কন্ঠে  নাই মধুর গান ,
আরো কত সুন্দর সুন্দর পাখি ছিল
হয়নি কি তাদের অপমান ।
এবার বুঝলাম, সরল, নম্র বিনয়ী তুমি
নেই তোমার গর্ব অহংকার ,
তোমার আদর্শ দেশের মানুষের জন্য
নিতান্ত  খুবই দরকার।