আমার দুঃখ, আমার সুখ
"আমি প্রেমে" ভরাই বুক
আমি হিরে, আমিই সেরা
দ্বিধা মুক্ত আমার ডেরা


আমি সূর্য্য, আলোয় ভরা
নিন্দুক টিমটিমে তারা
আমায় ঘিরেই আবর্তন
হিংসা'র হয় বিবর্তন


আমার গুণমুগ্ধ সবাই
সমালোচনা'র নেই কোনো ঠাই
বেগরবাই দেখলে পরে
বুদ্ধি দিয়ে করবো জবাই


এমন মানুষ আছে প্রচুর
ঘরের কাছে, কিংবা সুদূর
তাদের তরে কহিতে চাই
এই আপ্তবাক্য ভাই


"নিজেকে যে বড় বলে
সে বড় নয়
লোকে যারে বড় বলে
সেই বড় হয়"