প্রভাত কালে নিদ্রা শেষে, কেমন এ আকুতি
শূন্য মনে কেন যে আজ জীবন হারায় গতি
কেন যে আজ পুবের আকাশ করছে নিরানন্দ
কেন শুধুই হচ্ছে মনে, জীবনে নেই ছন্দ


উমা আজ সপরিবারে করছে যে গোছগাছ
কৈলাশ  আজ  দিচ্ছে যে ডাক   ফুরায় মর্ত্য কাজ
শত কোটি অশ্রু সজল সন্তানাদি ফেলে
ভোলা বাবা'র ডাকে সে যে যাচ্ছে আজই চলে


যাবার কালেই দিলেন যে মা স্বপ্ন দেখা'র মতি
সেই স্বপ্নে বদলে যেন  মানবতার স্থিতি
হিংসা স্বাহা হলো মহিষাসুর নিধনে
শান্তি বান ছুড়ে যে মা জাগান জনে জনে


এমন শান্তি থাক না জুড়ে, বিশ্ব ভুবন ময়
মানুষ যেন মানুষ থাকে, বলছে যে হৃদয়
একটি বছর যাবেই কেটে, কালের  আপন  দোলে  
আসছে বছর মা যেন না ভাসেন অশ্রুজলে