ভারতবর্ষে অনেক পার্বন, বহু ধর্মের বাস
ক্রিকেট ধর্ম সবার উপর, একেবারে খাস
এই ধর্মে মন্দির, চার্চ, মসজিদ নেই বটে
বিশালাকার স্টেডিয়াম এ, ইহার প্রসার ঘটে


ধর্মভীরু জনগণ এর নানান রকম মত
বোকা বাক্সে ধর্ম পালন, বিদ্বান অভিমত
চাযের কাপে তুফান তোলা, ধর্ম অধিকার
ভিন্ন দেব এর ভক্ত হওয়া, স্বাভাবিক ব্যাপার


এমন একটি ধর্ম পালন, ভিন্ন পুজো’র লয় এ
নবতম পুজো, তাকে, আইপিএল কহে
দেশের ভিন্ন শহর গুলো, তাদের নামেই দল
দল এর নেশা ভক্ত জন কে করে টল মল


বলিউড এর বাদশা যে তা’র, কলকাতা তেই প্রীতি
কে কে আর  গড়েন তিনি, অন্য দলের ভীতি
দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এর নামে যে দল আছে
হ্য্দ্রাবাদ, পুনে, রাজকোট থাকে তার ই পাশে


বেঙ্গালুরু, কম সে কিসে, আছে দিব্যি সেও
আট দল এর এই  জোট এর মাঝে, পাঞ্জাব কেও পেও
প্রতি বছর দল গুলো ভাই, প্লেয়ার খুজতে যায়
বিশ্ব খুঁজে বাছা বাছা প্লেয়ার তুলে নায়


দল পোক্ত করে সবাই খেলার মাঠে নামে
ফাল্গুনে তা শুরু যে হয়, বৈশাখে সে থামে
মাস দুই এর জন্য জীবন, ধর্মে সমর্পিত
চোখ ধাধানো খেলা’র মাঝে, নাটক আরোপিত


এই বছর ও হযেছে শুরু, হলো সবে বোধন
বিগত সব আবর্জনা, হযেছে করা শোধন
নাচ এবং গান এর মাঝে, খেলা মূল্য পাক
ভক্ত কুল থাকুক সুখে, বিদ্বেষ সব যাক