কান্না হাসি, রাশি রাশি, ভালবাসতে ভালবাসি
জীবন টা কে বুঝতে শেখা, পরম পিতার মিষ্টি হাসি
তার আশিসে ভালো থাকা, তার ইচ্ছেয় বুঝতে শেখা
তার খোজেতেই জীবন চলা, প্রয়োজন নেই যাওয়ার কাশী


জীবনযাত্রা বন্ধুসাথে, স্বর্গীয় সে যাত্রাপথ এ
যুধিষ্ঠির ও হেটেছিল, আমার পালা আজ এ পথে
তার কাঁধেতে ছিল শুধুই, পাহাড় প্রমান জ্ঞান এর বোঝা
আমার সাথে থাকবে কেবল, বন্ধু প্রেমের হিসেব সোজা


যাত্রাপথে একটু হাসি, মনের ভার টা হালকা করে
একটু খানি চোখ এর জলে, মলিনতা ভাসবে দুরে
ক্লান্তি, সেও বুঝিয়ে দেবে, শান্তি পাওয়ার আসল মানে
শান্ত মন এর ক্লান্ত শরীর, আবেগ টা কে বশে আনে


পথে আসুক বিপর্যয় এর, ঝঞ্ঝা এবং দমকা হাওয়া
বন্ধু সাথে যাই পেরিয়ে, পরস্পর কে জড়িয়ে নেওয়া
তার হাত টা আমার হাতে, আমার হাত টা তারই কাঁধে
সাহায্যের এই প্রতিশ্রুতি, পেরিয়ে গেলেম বিপদ বাঁধ এ


অনন্ত এই যাত্রা পথের, শেষ টা যেন না যায় দেখা
পথ চলার এই আনন্দটাই, হোক না রে ভাই প্রানের সখা
পাথেয় তো প্রচুর আছে, বইবে জীবন পূর্ণ স্রোতে
আনন্দ টাই জীবন-রসদ, বইতে দেব হৃদয় হতে