মহাযুদ্ধের শেষ লগ্নে, মহিষাসুর ভীত
হারায়ে সব সান্ত্রী সেনা, একাই যুদ্ধে স্থিত
দেবীর শস্ত্রাঘাতে অসুর পেলো না আর ত্রাণ
সন্ধি পুজোর সময় কালেই হারালো সে প্রাণ


মহিষাসুরমর্দিনীকে নবমী তে পুজি
মহাস্নান রীতি মেনে হবে, সেটা বুঝি  
ষোড়শোপচারে পুজো হবে দেবী সনে
বিদায়বেলার ব্যাথা উদয় হবে মনে মনে


বলি প্রথা ছিল বটে, আজকের এই দিনে
চালকুমড়া বাঁচায় যে প্রাণ, রক্তপাত বিনে
হোম যজ্ঞ, হবে যে আজ, দেবীর জয়গানে
শুভশক্তি'র বিজয় আবেশ, জাগুক আজি প্রাণে


নবমী নিশি ফুরোলে, আঁধার আসে নেমে
অশ্রুসজল নয়নে যে, জীবন যাচ্ছে থেমে  
কৈলাশের ডাক যে অমোঘ, ফেরানো না যায়
আবার ফেরার প্রতিশ্রুতি দিয়ে নাও বিদায়