রামচন্দ্র অসময়ে যুদ্ধ জোড়েন বড়
দেবলোক সেই সময়ে ঘুমে সড়গড়
ঘুম ভাঙাতে অকালবোধন, দূর্গা মা কে চাই
দেবী'র আশীর্বাদ বিনে, রাবন কঠিন ঠাঁই


মহা ষষ্ঠীর দিন টি বিশেষ, "কল্পারম্ভ" আজ
অবগুন্ঠন উঠবে আজি, দেখবো দেবীর সাজ
"আমন্ত্রণ" ও "অধিবাস" এ ষষ্ঠী হবে পূর্ণ
নুতন আলো'র আবাহনে, পুরাতন হোক জীর্ণ


মা পার্বতী'র সন্তানাদি, তারাও আছে সাথে
সন্তান প্রেম, শুভ কামনা, থাকুক হাতে হাতে
তাই তো আজি, সব মায়েরা, সাজান দূর্গা ঘট
সন্তানরা থাকুক ভালো, সরল জীবন পট


মায়ের উপোস, আনুক বয়ে, উপচে পরা শান্তি
পবিত্র এই আবেগে নেই, কোনো প্রকার ভ্রান্তি
মেয়ে বাপের বাড়ি এলো, আয় রে ছুটে সব
দূর্গা পুজো হলো শুরু, হোক না কলরব