যেদিন এলাম ধরাধামে
মায়ের আনন্দাশ্রু নামে
পরিতৃপ্তি'র হাসি ছিল
সেদিনও চাঁদ উঠেছিল


প্রথম দিলাম হামাগুড়ি
আদুল গায়ে গড়াগড়ি
দু কদমের স্বপ্ন ছিল
সেদিনও চাঁদ উঠেছিল


প্রথম যেদিন হলাম খাড়া
নরম পা ও শিরদাঁড়া
যুদ্ধ জয়ের আবেশ ছিল
সেদিনও চাঁদ উঠেছিল


প্রথম যেদিন ফুটলো বুলি
চিৎকারে ঘর মাথায় তুলি
আবিষ্কারের নেশা ছিল
সেদিনও চাঁদ উঠেছিল


প্রথম স্কুলে যাওয়ার দিন
হঠাৎ পরিবেশ টি  ভিন
জড়োসড়ো ভয় নিখাদ ছিল
সেদিনও চাঁদ উঠেছিল


লাফিয়ে লাফিয়ে মাধ্যমিক
জানার চেষ্টা ঠিক বেঠিক
সরু গোঁফের রেখা ছিল
সেদিনও চাঁদ উঠেছিল


বড় হওয়ার প্রথম ধাপ
স্কুল হতে কলেজে লাফ
হাত খরচের দাবি ছিল
সেদিনও চাঁদ উঠেছিল


নানান রকম ভালো লাগা
চোখ দুটি প্রায়ই রাত্রি জাগা
তখনো হৃদয় কোমল ছিল
সেদিনও চাঁদ উঠেছিল


জীবন যুদ্ধে লড়াই শুরু
উদ্বেগে বুক দুরু দুরু
মাইনে পেয়ে গর্ব ছিল
তখনও  চাঁদ উঠেছিল


এমন করেই জীবন যায়
লক্ষ্যর অনেক বদল হয়
যদি মনে হয় সবই ফাঁকি
মাথা'র উপর চাঁদ কে দেখি