সূর্য্য শ্রীমান দেখান যে রাগ, ভয়াবহ তাপে
মানছি মানব জাতি দায়ী, পুড়ছে রবি'র কোপে
ঝা চকচক অট্টালিকা, চোখ ধাঁধানো সেতু
সবুজ দফা রফা হলো, রবি'র রাগ সে হেতু


এমন রাগের শেষ টা কোথায়, করবে ঠান্ডা কে বা?
বরুন দেব কি নিদ্রারত? কেউ করেনা সেবা?
আকাশ পানে তাকিয়ে থাকি, কিছু মেঘের আশায়
সাদা, কালো, চলবে সবই, জল ঢেলে যে ভাসায়


হঠাৎ সুদূর ঈশান কোণে, আঁধার আলো'র খেলা
মেঘ টা যেন কৃষ্ণবর্ণ, বসেছে কি মেলা?
জলদি গম্ভীর স্বর শুনে যে, হর্ষ জাগে মনে
রবি বাবু অলস হলেন, জানুক জনে জনে


পবন দেব ও ওঠেন জেগে, ভেঙে যে আড়মোড়া
মৃদু বাতাস হচ্ছে তেজি, মাতছে জগৎ জোড়া
বৃক্ষ সকল দুলছে, যেন, মদমত্ত হাতি
বিষাদ থেকে আনন্দপথ, সবাই এখনো সাথী


প্রকৃতি'র মন বদল দেখে, বরুন হলেন তৃপ্ত
বজ্র ও বিদ্যুৎ এর সাথে, পদক্ষেপ তার দৃপ্ত
দগ্ধ ভূমি চাতক যেন, জাগছে আজি আশা
উড়িয়ে ধূলি জানায় নিজ বর্ষা ভালোবাসা


অবশেষে আকাশ ভেঙে শীতল বারি নামে
তাপকে উধাও করলো শেষে, কষ্ট গেলো থেমে
জমে থাকা সব অভিমান, বাষ্প হয়ে উড়ে
মিলিয়ে গেলো তেপান্তরে, দূর থেকে ওই দূরে


মানব জীবন কেমন যেন প্রকৃতি তে মেশে
দুঃখ রুপি তাপ মুছে যায় বাষ্প হয়ে শেষে
সুখ রুপি বরিষণে জাগে বাঁচার আশা
তিক্ত মন ও সিক্ত যে হয়, ছুলে ভালোবাসা