মগজ যন্ত্র বড়ই জটিল, প্যাঁচ এর যে শেষ নাই
লক্ষ তন্তু সামলানো, ত়া, কঠিন ব্যাপার তাই
কারোর মগজ চলছে তালে, সৌন্দর্য্যের খোজে
কারো মগজ আনন্দ পায়, কদর্য্যতার ভোজে


মগজ এবং হৃদয়, তাদের, লড়াই চিরন্তন
অধিকাংশই মগজ জেতে, জটিল যে হয় মন
হৃদয় সদাই কোমল প্রকার, শুধুই বাসে ভালো
জটিল মগজ, নিয়ে দখল, বাড়ায় মনের কালো


ঈর্ষ্যা, হিংসা, দ্বেষ, ও ঘৃনা, কালো মনের চিহ্ন
হৃদয় পেলে মনের দখল, দৃশ্য হবেই ভিন্ন
কালো’র প্রভাব সব রঙ্গে তেই, বড্ড শক্তিশালী
সাদা’র বহর, যায়না বোঝা, ছিটছে বেশি কালী


অন্তর্যামী মুচকি হাসেন, দেখে আপন সৃষ্টি
থাকেন বুঝি অপেক্ষাতে, মেলবে কখন দৃষ্টি
মুর্খ ওরে, দেখ না চেয়ে, সাদায় কত আলো
আধার প্রিয় হযে, কবে, কা’র হযেছে ভালো!


জাগুক হৃদয়, মগজ তন্তু, হোক না কিছু শান্ত
মন বাবাজি বুঝবে নিজেই, বিদ্বেষ বড় ভ্রান্ত
ভাল লাগা, ভালো বাসা, সাদা’র যে কারসাজি
থাক না কালো, পড়ে কোণে, যেমন থাকে পাজি