চাপা পড়া প্রেম


সম্পর্ক চায় বন্ধু সুলভ কেউ
মায়ের মতো মমতা ভরা সাথ,
বাবার মত সাহস দেওয়ার কেউ,
অশ্রু চোখে বাড়িয়ে দেওয়া হাত।


সেই সম্পর্কের ভিত স্থাপনের সময়,
কত কথারই না আদান প্রদান হল।
সময় কখন গড়িয়ে গেল দূরে,
আপন মানুষ বেজায় দূরে গেল।


নতুন থেকেই বাধ্য ছিলাম আমি,
শ্রোতা ছিলাম তোমার আজগুবির।
শেষ বেলাতে ইচ্ছা হয়নি আর,
ভান করত শুধু এই মনবধির।


তার পরে হায় অকারণ তিরস্কার!
প্রত্যহ যত ছলনার দাপাদাপি।
হৃদয়টাকে করলো যে ছারখার,
তার নাব্যতা কেমন করে মাপি।


সাথে চলার অঙ্গীকার ও ছিল,
তবু ভুলেই গেলাম দুজন বেমালুম।
একলা পথটা গহন ছিল বড়ই,
আজ হিসেব মেলাই আগডুম বাগডুম।


অশ্রু মোছাতে কখন আসেনি কেউ,
একলা পথে চলতে পাইনি সাথ।
কঠিন প্রহরে মাথা ঠেকানোর জন্য,
কভু তো পাইনি শক্ত তোমার কাঁধ।


তখন নিজস্বীতে মগ্ন ছিলাম আমি,
ব্যস্ত তুমি দেখতে শখের গেম,
আজ ব্যস্ত দুজন দুই মেরুতে বাস
চাপা পরে গেল তোমার আমার প্রেম।