জ্বলন্ত চুল্লি এক পিঠে বরফ
বিধ্বস্ত মুখ ভেতর বাহির
জীবন পুঞ্জি ধোঁয়া ও কাঠকয়লা
প্রতিটি মৃত্যু নিষ্পাপ! নিষ্পাপ।


লুপ্ত আলো ডুব মুখ হরফের বিষাদ
জলে ভেজা আহ্নিক গতি
আলাদা! আলাদা! নদীর ধর্ম
আলাদা! আলাদা হাড় ফাটা দাগ।


খনি চিৎকার অন্ধকার পাগলা ঘোড়া
ইস্পাত জীবন সরল অংক
লোহার খামার উৎপাদিত অশ্রু
তোলে আনে কবর কালো পর্দা  
হাজার বর্ষ রক্তাক্ত পৃষ্ঠা! পৃষ্ঠা!
জিম্মি জীবন দয়াহীন দাগ
শোষণ বাগান মানুষচাষী!
বিস্ময় চোখ রক্তাক্ত! ক্যালেন্ডার! ক্যালেন্ডার!


মানুষচাষী
দালান জাহান
০১.০৫.২২