নরকের ফুল
দালান জাহান


একমাত্র সমুদ্রই পারে-
বুকে টেনে নিতে মৃত্যু বাড়ি ,
এবং দিতে পারে অনন্তকালের জীবন,
কসমিক সমুদ্রই বাতাস কে জীবন দিয়েছিল,
জল আর বাতাসের সঙ্গমেই-
সৃষ্টি হয়েছিল সমগ্র প্রাণী কোল।


সেই সমস্ত শান্তির বার্তা বাহক,
আকাশ তার উদ্বুদ্ধ ছায়া উদ্যান,
তার গর্ভেই ফুটে নরকের ফুল,
তার উদরেই ভ্রমণ ক্লান্ত সূর্যের শিশুকন্যা,
ঘুমিয়ে থাকে ক্লান্তির অবসাদ।


ক্রোধ আর হুঙ্কারে
সেই কালো করে-
অভিশপ্ত নগর বায়ুমণ্ডল,
পৃথিবীর পা তার হাতের তলায়,
সেই কাঁপিয়ে যায় ভূরিভোজের-ভূমণ্ডল ।


দালান জাহান
29/04/17
সখিপুর