এই যে নদী বয়ে চলে যায়
চলার গল্প আর বলো না।
এই যে পাখি সুর তোলে
ডানা ঝাঁপটায় বাসা পাল্টায়
সে বাসা খুঁজতে যেও না।
এই যে ছায়া তোমার ছায়া
লম্বা হয় বিকেল ভেদে
অদূরে দাঁড়িয়ে সে বলে
তুমি কেউ না
তুমি কেউ না।