আজ,
বাঁচতে আমি শিখেই গেছি
ভালবাসা ছাড়া।
রাত দুপুরে একলা থাকা,
অন্ধকারে জোনাক খোঁজা,
তোমায় নিয়ে স্বপ্ন দেখা,
সব করেছি শেষ ।


তাই,
কবিতায় শুধু অক্ষর আজ
কালো কালির হারানো সাজ।
এলোমেলো আর নেই কিছুই,
গুমোট কষ্ট রোদে শুকাই।


জানি,
ভাবছ বোধহয় পাগল আমি
ছিলাম তখন, এখন নেই।
খুব করে আজ বুঝতে পারি
কোনটা জল আর কোনটা ছল।


ভালবাসি,
খুব করে চেপে ধরলে হাত
মায়াবী ঠোঁটে নামলো রাত।
তবুও আজ দিলাম তোমায় ছুটি
কাঁদছি না, চেপে ধরেছি নিজের টুটি।