মনে রেখ;
            তীব্র ঘৃণা কিংবা প্রণয়ে,

মনে রেখ;
            কোলাহলে বা অসময়ে।

মনে রেখ;
            থমকে যাওয়া সরণি-পথে,

মনে রেখ;
            পুরনো প্রেমের স্মৃতি-স্রোতে।

মনে রেখ;
            জমানো রাগ অথবা ক্ষোভে,

মনে রেখ;
            অভিযোগ-অভিমান-অনুরাগ সবে।

মনে রেখ;
            বন্ধু-মিত্রের সমালোচনার-সভায়,

মনে রেখ;
            কটূক্তি-তাচ্ছিল্য উপহাস্য-কথায়।

মনে রেখ;
            রাঙা আলোমাখা গোধূলির-লগনে,

মনে রেখ;
            বিষাদ-নীলে ছেয়ে যাওয়া মুক্ত-গগনে।

মনে রেখ;
            মাঘের শীতল অগ্নি-পরশে,

মনে রেখ;
            চৈত্র-দাহে হারানো উরসে।

মনে রেখ;
            মোহিত নিশীথের জ্যোৎস্নায়,

মনে রেখ;
            ঘুম ভাঙা প্রভাতী বিরহী-বেদনায়।

মনে রেখ;
            ক্লান্তিমাখা ব্যস্তময় অলস-দুপুরে,

মনে রেখ;
            জলে ডোবা রাতুল-চরণ স্মৃতির-নূপুরে।

মনে রেখ;
            স্বাধীনতার বাধভাঙা বিজয়ের উল্লাসে,

মনে রেখ;
            পরাধীনতার পরম-ব্যথার গভীর প্রশ্বাসে।

মনে রেখ;
            বৈশাখে ঝরা প্রথম বরষায়,

মনে রেখ;
            দীর্ঘশ্বাসের নিবিড় হতাশায়।

মনে রেখ;
            নব-ফোটা শালুক-শাপলার ফুলে,

মনে রেখ;
            হারিয়ে খোঁজা প্রথম সেই ভুলে।

মনে রেখ;
            যৌবনের যত রাগ শত অভিমানে,

মনে রেখ;
            কাব্য-কবিতায় চিরচেনা সেই গানে।

মনে রেখ;
            বৃহস্পতিবারের বৈঠকের সন্ধ্যায়,

মনে রেখ;
            উপমায়, ছলনায়, একাকী নীরবতায়।

মনে রেখ;
            মুক্তির-মিছিল বিদ্রোহীর-স্লোগানে,

মনে রেখ;
            উন্মাদ-ক্ষেপা তারুণ্যের-জাগরণে।

মনে রেখ;
            বৃষ্টি ভেজা শাওনের সাঁঝ-প্রহরে,

মনে রেখ;
            কলরব-পূর্ণ ইট-পাথরের শহরে।

মনে রেখ;
            আরশির-সীমান্ত-সীমানায়,

মনে রেখ;
            অশান্ত-লগনে ব্যাকুল-আরাধনায়।

মনে রেখ;
            দোষ-বিদ্বেষ, ছলনা-ভালোবাসায়,

মনে রেখ;
            অভিশাপ-প্রার্থনা-উপাসনায়।

মনে রেখ;
            নিয়মিত নিয়ম ক’রে,

মনে রেখ;
            অনিয়মিত অনিয়ম ধ’রে।