আমাদেরি স্বদেশ আমাদেরি প্রাণ,
থাকি সেথা সবে মিলে নাহি ব্যবধান।

ফুলের মত ফুটিব মোরা ফুলের সুবাস ছড়াব,
হিংসা-বিদ্বেষ নয় যে কভু ভালোবাসা বাড়াব।

ভক্তি-শ্রদ্ধা-সম্মান-স্নেহ থাকিবে সবারি তরে,
একি সাথে রব সবে রবে না কেহ অনাহারে।

মিলেমিশে থাকিব মোরা সকলে ভাই ভাই,
একসাথে খেলাধূলা পাঠশালে যাই।

বিপদে-আপদে থাকিব একে অপরের পাশে,
অমন কর্ম নাহি করিব যাহা ডুবাবে সর্বনাশে।

প্রার্থনা করিব সদা একি সাথে রব মোরা সুখে,
বাড়িয়ে দিক প্রেম ও মায়া প্রভু আমাদেরি বুকে।

চিরচেনা সেই সবুজের বুকে রাত্রি করি মোরা যাপন,
দুষ্ট লোকের কথায় নাহি করিব কর্ণ-ভারী, সকলি মোরা আপন।

বিশাল এই ধরাতলে র’য়েছে মোদের প্রিয়-দেশ,
বার-মাসে, ছয়-ঋতু, নাম যে তাহার বাংলাদেশ।