এসো ভেঙে ফেলি যতসব,
বাঁধা ব্যবধানের প্রাচীর,
আমরা সকলে মিলেমিশে,
গড়ি শান্তির এক নীড়।


হয়তো অনেকে আসবেনা,
নিবে যে তারা পিছুটান,
রয়েছে যারা ভালো মানুষ,
তারা কেন হবে ম্রিয়মাণ।
  
সমাজ ভরে আছে জঞ্জালে,
পরিষ্কারের দায়টা কার?
বসে থেকে নেই কোনো লাভ,
এ সমাজ তোমার আমার।


পিছু পিছু সমালোচনা করার,
মানুষ রয়েছে ভুরিভুরি,
তবুও এসো না সবকিছু ভুলে,
এক শান্তির সমাজ গড়ি।  


-©-Sumon Das-01-07-2018-