সুমন দাস।


তুমি কবে আমাকে ধরা দেবে,
জীবনের তেত্রিশটি বসন্তের,
হার্ডল পেরিয়ে এসেছি আমি।
বসে আছি পথ চেয়ে, এখনও,
এই আশাটুকু, বুকেতে নিয়ে,
এখনই হয়তো, ধরা দেবে তুমি।।


দিনের পর দিন, প্রতীক্ষা যে,
আমার চলছে বিরামবিহীন,
আজও পাইনি, তোমার দেখা।।
যাকেই শুধাই, কেউই পারেনা
বলতে কোথায় পাবো তোমায়,
তাই অচেনা পথে চলছি একা।।


আমি খুবই ক্লান্ত, হৃদয়টা যেন,
ভরে গেছে, এক পাহাড় দুশ্চিন্তা,
কে বুঝবে বলো, আমার ব্যথা।
নিজেকে নিয়েই, চলছে ছলনা,
হেসে সবার সাথে, করছি নাটক,
ওগো সুখ, বলছি তোমারই কথা।।


-©- Sumon Das-01-11-2017-