স্মৃতির ক্যানভাসে উঠেছে ফুটে,
ফেলে আসা শৈশব।
কতই না আনন্দে কাটতো সময়,
করতাম কলরব।।


সকাল হলেই করতাম অপেক্ষা,
কখন যাব স্কুল।
বন্ধুদের সাথে খুনসুটি করব বলে,
মন হত ব্যাকুল।।


পড়ার ফাঁকে সবাই মিলে মোরা,
করতাম আনন্দ।
একদিন স্কুলে না যেতে পারলে,
হতাম নিরানন্দ।।


বৃষ্টি হলে সব বন্ধু বান্ধব মিলে,
করতাম কতো মজা।
টুপুর টাপুর স্নিগ্ধ বারিধারাতে,
হাসিমুখে ভেজা।।                


কখনও যদি বৃষ্টিতে স্কুলে যেতে,
ভুলে যেতাম ছাতা।
সেদিন ছাতার কাজ চালিয়ে দিতাম,
মাথায় দিয়ে কলাপাতা।।


কাগজের নৌকা বানিয়ে ছাড়তাম,
বৃষ্টির জমানো জলে।
বিকেল হলেই মাঠপানে ছুটতাম,
সকলে খেলব বলে।।  


এখন যেন জীবনটা হয়ে গেছে,
পুরোই যান্ত্রিক।
কাজের চাপে মনে হচ্ছে আনন্দ,
শুন্য চারিদিক।।


হারানো সেই শৈশবের দিনগুলো,
অনেক ভালো ছিল।
ভাবি কোন সেই সোনালি শৈশব,
তাড়াতাড়ি চলে গেল।।