নিঃসঙ্গ রাত জেনে যায়
অগাধ কষ্ট বুকে নিয়ে মন্থর হয়েছে নদী;
নিস্তরঙ্গ জলে কর্কশ মেঘের দুর্বোধ্য ভাষা,
নির্লিপ্ত প্রহর-
ফণীমনসার ডিগবাজি দেখে
চন্দ্রসুধার মোহ ত্যাগ করে- মাছেরা ফিরে যায়
অসম্পূর্ণ সঙ্গম রেখে!...
সোমত্ত পদ্ম- বুকের বর্ম খুলে
সদ্য মুক্ত বৃন্তে ধারণ করে শৈল প্রপাত,
শিশির সিক্ত মন্দ্র ধ্বনি;
নিঃসঙ্গ রোদন-
আকস্মিক ভেঙ্গে পড়ে প্রতীক্ষার বাঁধ!
শঙ্খরা ফিরে যায়...
রাতের বাকল খুলে খুলে নগ্ন হয় রুগ্ন শশী
পাশাপাশি শুয়ে থাকে মৃত নদী
তবুও মেটানা দুর্লঙ্ঘ্য ব্যবধান!