তোমাকে শোনাতে চাই আমার সকল কবিতা
তবেই যে কাটবে আমার সব জড়তা
এক এক করে আমার সকল কবিতা শুনে
জানি তুমি হাসবে মনে মনে ।।


প্রতিদিনই লিখি নতুন নতুন কবিতা
বুঝিনা কেন যে তোমার কথাই লিখতে চায় কলমটা
কবিতার ভাষাই যেন আমার মনের ভাষা
তুমি শুনে শুনে অতীতে ফিরে যাবে এটাই আমার আশা।।


একেকটা কবিতা শুনে শুনে তুমি হবে অনেক শিহরীত
আর মনটাকে করবে বারে বারে দিক্ষিত
পুরুনো নিয়মে হয়তো ভাববে এটাই আমার ভাগ্য
সে তো ছিল না আমার যোগ্য।।


কবিতা থাকবে না থেমে এগিয়ে যাবে তার গতিতে
আর সকল কবিতা লিখব আমি তোমারই হিতে।।