তোমায় দেখিনি কতদিন
সেই কালো মেঘের কাজল মাখা,
গুরু গুরু ডাকে ফোঁশ ফোঁশ রাগে
মুখ ভার করে থাকা।


ধূলার নিশান উড়িয়ে নিয়ে
বজ্রমুঠি হাতে,
হঠাৎ করে এসেছো তুমি
বৈশাখীর আঁধার রাতে l


হয়তো কখনো ভীত হয়েছি
দ্বারে দিয়েছি দরজা ,
তবুও তোমায় বিছিয়ে দিয়েছি
শুকনো পাতার শুখ শজ্জা l


বেলাশেষে তুমি শান্ত হয়েছো
বৃষ্টি সম ঝড়ে,
হাসি খুসি সুখ ভরে দিয়েছো
বাংলার ঘড়ে ঘড়ে।l l