প্রশ্ন ছিল থাকা না থাকায়,
বাস্তব দেখি ভিন্ন,
বাজি রেখেছি হতে পারেনা
মন আজ মতিচ্ছন্ন।
সামনে থেকেও দেখিনি যাকে
ডুবে গেছি মহা ভুলে,
সময় হারিয়ে অসময়ে আজ
নয়ন দিয়েছি খুলে।
সত্য যা দেখি সব আলোময়,
আঁধার হয়েছে মিথ্যা,
ভাবের ঘড়ে প্রথম দেখি
একি অপরুপ  তব সত্ত্বা।
তুমি আছ তার গীত গেয়ে যাই
তুমি যে কৃপাসিন্দু,
তোমার তরী পারের করি
শুধু অশ্রু বিন্দু।