যখন পশ্চিমাকাশে ঢলে পড়া সূর্য,
রং সাজাতে ব্যস্ত।
দিগন্ত জুড়ে ঘরে ফিরবার ডাক।
তখনও, আমি চুপটি করে বসে থাকি,
ওই মন্দির-গাত্রে।
এইভাবে একাকীত্বের আড়ালে থেকে যাওয়া
এক প্রান, প্রেমের কাঙাল হয়ে,
মাথা কুটে মরে বার-বার।
কিন্তু দেখো,
কত্তো সহজেই আমি,
অপরিণত প্রেমের-পাপড়িগুলোকে নিয়ে,
বুকের ভিতর যতন করে বেঁচে আছি,
তোমার আসার পথ চেয়ে।