বহু বছর ছায়াপথ ধরে হেঁটেছে ক্লান্ত পথিক
একের পর এক মাইলস্টোন দাঁড়িয়ে
পথ চিনিয়েছে ,দিয়েছে বিশ্রাম- আশ্রয় আর
বিদীর্ণ বুকে বয়স বাড়ছে দেখাচ্ছে
কত বিপদ আসে তবুও সে দণ্ডায়মান রাস্তার পাশটিতে
বোধ হয় ভালবেসে ফেলেছিল পথিক আর এ অন্তহিন দুর্গম পথকে ।
ঘরে ফেরার চাপা প্রবল আগ্রহটা বোঝে মাইলস্টোন
     ইশারায় থেমে যায় চলমান যান
তাই শূন্যহীন , নামহীন , অজানা এক বাসস্টপে
একাই নামে পথিক তারপর রহস্যময় জীবন আরও রহস্যময় ।