কথোপকথন ১


এবার থেকে আমরা দুজনে কবিতার ছন্দে কথা বলব
কবিতার নতুন এক দিক খুলুক
নতুন ভাবে জন্ম হোক প্রেমের কবিতা


ভাষা কোথায় পাবো ? বাংলা অক্ষরমালা অনেক বেশি অনেক কঠিন
আর যতয় বল তুমি কবি তুমিই পারবে


তাহলে তুমি গল্পকার ; তোমার হাতের স্পর্শে
আমাকে আবার জীবিত করো , একমাত্র তুমিই পারবে


না আমি লেখক , না আমি কবি আমি আমিই


জানি তুমি তুমিই , তাই তোমাকে ভালোবাসি


ভালোবাসি বললে তো হয়না –
অনেকটা পথ একসাথে চলতে হয়
হাঁটতে হয় পাথরের ওপর দিয়ে
চলতে হয় আগুনের মধ্য দিয়ে
উঠতে হয় পাহাড়ে
পার হতে হয় সাগর
ফুলের সুরভি ছড়াতে হবে
কে পারে জানিনা , কিন্তু আমি পারিনা ।



যে পথের কথা তুমি বলছ , সে পথে
প্রেমের সক্তি তোমাকে নিয়ে যাবে
সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে
শুরুটা কিন্তু তোমাকেই করতে হবে
ভালোবাসা হয়েই যাবে ।


তুমি আমাকে এত কিছু দিতে চাও কেন
জানি না
তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই
শুধু মাত্র বন্ধুত্ব ছাড়া


একটা ছেলে একটা মেয়েকে এত কিছু দিতে চাই কেন
তা তুমি বোঝো অথচ ভনিতা করেই চলেছ


তুমি আমাকে কেন ভালোবাসো ?


তোমাতে আমি বাঁচতে শিখেছি , জানি না
কি যেন খুঁজে পেয়েছি ... মন জানে ।
নইলে আমি ধুসর রঙে ধুসর মানব হয়ে হারিয়ে যাবো


কিন্তু সত্যি বলছি তোমাকে আমি তা দিতে পারবোনা


কেন ? তুমি কি অন্য কারোর কাছে ভালবেসে বেঁচে থাকার কথা দিয়েছ ?


না । আমি প্রেম কে ঘৃণা করি
ঘৃণা করি দুঃখের অনুভুতি কে
তুমি বরং অন্য কাউকে জীবন সঙ্গিনী বেছে নাও
হ্যাঁ । আমার জীবনে অন্য কেউ থাকবে ভবিষ্যতে
কিন্তু তোমাকে না পাওয়ার আক্ষেপ থেকে যাবে গভীরে


তবে কি জানো তো আমার কোন চাওয়া নেই
আছে কতগুলো ইচ্ছে
আছে কতগুলো স্বপ্ন


চাওয়া নেই তো পাওনা রয়েছে


সেটা আবার কি ?পাওনা জিনিসটা বুঝিনা


না চাইলে যাকে পাওয়া যাবে


তাই বুঝি !


হ্যাঁ । পাথর পাথরই কঠিন বলে আর
ফুল ফুলই নরম বলে
জ্বল পাথরের বুকে আছড়ে পড়ে
আর বৃষ্টি ফুলের শরীরে ফোঁটায় ফোঁটায়
প্রেম আঁকে নিজের হাতে
একবার ভালবেসে দেখো সব পারবে
বুকের ভেতর পাথর রাখা ভালো
শব্দ দিলে প্রতিধ্বনি পাওয়া যায়


এতো ভাবনা ভাবতে গেলে আবেগপ্রবণ
হয়ে যাবো মশাই
এতো ভাবতে পারিনা তো শব্দের প্রতিধ্বনি দেয়না আমার হৃদয়


নিজেকে প্রস্ন করে উত্তর পাওনি !
না পেলে পাথর হৃদয় বানিয়ে নাও


এই প্রক্রিয়া পূর্বেই শুরু করেছি ; তবে কি জানো
নিতে পারিনা কিছু
এতো ঋণের বোঝা কে বইবে ?


হিমালয় বানাচ্ছ নাকি !
কিসের ঋণ এতো


হিমালয় বানাতে পারলে তো বেঁচে যেতাম
ভালো হত ; কিন্তু পারছি কই ?


আমি সেটাই বলছি
কষ্ট করে হিমালয় বানানোর দরকার নেই
ছোট্ট একটা পাথর বুকের ভেতর থাকলে চলবে


হেয় কি যে বলনা
ইমোশনাল হলে কেবল ক্ষতি আর ক্ষতি


কি আছে আমার ! যে ক্ষতি হবে !


তোমার কেউ নেই বুঝি !


আমি সবার কিন্তু আমার বলতে কেউ নেই



বাবা ! এতো কঠিন ভাষা নিতে পারছিনা
তুমি আকাশের তারা গুনতে বস কেন
দিবাস্বপ্ন দেখে তো কোন লাভ নেই ।


কথোপকথন ২


আমি সর্বদা অনুভব করি তোমার দুঃখের গন্ধ
কিন্তু সত্যি আমি জানি না ওটা কি
দুঃখহীন দুঃখ নাকি আনন্দ !


ধীরে ধীরে ঘা শুকিয়ে গেছে বহুদিন পূর্বে
ওই টুকুই আমার সম্বল , আমার অবলম্বন ,আমার সমস্ত কিছু


সবকিছু বলতে তোমার অসুবিধা কোথায়
নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা আজীবন
আমাকে কি বিশ্বাস করোনা ?


তুমি কি ভাবো ? এতদিন তো জানলে চিনলে
কথার মধ্যে...।
কবিতায় ...।


অতো কিছু বুঝি না ; ভাবিনা , কিছুই জানি না , কিছুই পারিনা ।


তাহলে খুব শিগগির আসবে সেদিন ; তবে তোমার জীবনের
ভালো মন্দ কিছু দুঃখ কথা আমার কাছে গচ্ছিত রাখতে হবে
আর আমার দুঃখ কথা তোমার কাছে


আমার কাছ থেকে কি চাও তুমি


যা চাই তা দেবে কি ?


দেওয়ার মতো আমার কাছে কি বা আছে
কিছুই তো নেই আমার
সুখ দুঃখ ভালো মন্দ এর হিসাব কসতে পারি কই !


একটু অবসর সময় চাই তোমার কাছে
দেবে ?


দিলাম... এবার বল ...


ঘুমিয়ে পড়ো রাত অনেক হল


তুমি জেগে থাকবে !


কারন আমার ছায়া আমাকে অন্ধকারে
জোর করে টেনে নিয়ে যায়
বাধা দেওয়ার ক্ষমতা থাকেনা তখন
তার যে অসীম শক্তি


ভেঙ্গে চুরে দাও না কেন ?


আমি যে ভাঙতে জানিনা ।



কথোপকথন ৩
আচ্ছা আমি কি তোমার কেউ নয় !


বলতে পারবো না ।


জানো তো তুমিই সেই ঝরনার জল
যার মধ্যে আমি আমাকে নতুন রুপে দেখি


তুমি তোমার জন্য নিজেকে নতুন ভাবে দেখতে পাও
জলের জন্য নয়


তোমার কি মন ভালো নেই
কি হয়েছে বলনা আমাকে


কেন তুমি মরীচিকার পেছনে ছুটতে চাও
কেন তুমি দুঃখ পেতে চাইছো


দুঃখ না পেলে যে জীবন জীবনই নয়
তাই সময় করে দুঃখ পেতে চাই


দেখতে গেলে একাকীত্বের অনুভূতি গুলো অভিনয় করতে জানেনা ।
নিজের নিজের জায়গায় সবাই স্বার্থপর আর আমি তার ব্যাতিক্রমী নয়


যাও স্বার্থপর হও । আর কথা বলতে হবেনা ।



তোমার এমন রাগ দেখে আমার হাসি পাচ্ছে
তুমি যেন নিজের ক্ষতি করোনা আমার উপর রেগে
এই তো বন্ধুত্ব আছি । এটাই কি ভালো না !
একটা ছেলে একটা মেয়ে কেন বন্ধুত্বে থাকতে চাইনা ?
কতবার বলেছি এই প্রিয়লতার কাছে কেবল দুঃখ পাবে
ভুলে যাও আমাকে , তোমার ভালো চাই তাই বলছি ;


এক টুকরো রোদের জন্ম হলেই
তোমার নাম ধরে ডাকতে ডাকতে সন্ধ্যে আসবে আমার
আর ওখানেই জিতে যাবো এখন না হই হেরেই গেলাম ।