হঠাৎ সন্ধ্যা ঘনিয়ে এলো
পাখিগুলো আশ্রয়ে ফিরে এলো
পরদিন আর সকালে আশ্রয় ছাড়ল না
বুভুক্ষু হয়ে কাটিয়ে দিলো আর উড়ল না |
কিচির মিচির শব্দ নেই, চারদিক নৈশব্দ
ধুলো ওড়া নেই, দূষণ নেই |
পঠন পাঠন নেই ,
রোজগার নেই |
খবর এলো আর উড়তে হবে না
চাকরি নেই |
উড়তে না পেরে ডানা গুলো ভারী হলো
দ্বিপদী রা হাটতে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু হাঁটতে হবে |
দানা পানি তো নেই সহস্র যোজন দূরে
কিছু দূরে মনে হচ্ছে রুপালি রেখা
এগিয়ে দেখো সবটাই মরীচিকা |