ঈশ্বরের চোখ
দে ব জ্যো তি কা জ ল


ঈশ্বরের চোখ মৃত রাতের মত চকচকে
নীরব চাঁদের মত হিংস্র আগুন জ্যোৎস্না ।


ঈশ্বরের চোখ ধূসর পাথর সৌন্দর্যে আঁকা
পাথর মাস্কের পিছনে হাসে নীল দুষ্টু ঠোঁট ।


ঈশ্বরের চোখ “28% থেকে 8% ”
ঈশ্বরের চোখ ‘‘সংখ্যালঘু ভিকটিম”
ঈশ্বরের চোখ ” চাপাতি-ফ্রায়ার ”
ঈশ্বরের চোখ “ গো-রক্ষা বাহিনী ”


ঈশ্বরের চোখ মৃত মাছের মত চেহারা
রূপান্তরিত হেমলক ধর্ষিত নারীর রক্ত ।


ঈশ্বরের চোখ মাইলের পর মাইল দাসত্ব করুণা
ঈশ্বরের চোখ থ্রেড-পাণ্ডুলিপি লেখা ধর্মমত ।


ঈশ্বরের চোখ “অ-সর্বশক্তিমান”
ঈশ্বরের চোখ “ অ-ন্যায়বিচারক”
ঈশ্বরের চোখ “ অ-করুণাময় ”
ঈশ্বরের চোখ “ অ-ভাগ্যবাদ ”


তাই,
ঈশ্বরের চোখে দেখেছি আমি নাস্তিকের ভীতি
দেখেছি অন্ধত্বের মিথ আর প্রাচীনতার চণ্ড ভয় ।