স্মরনার্থীর ভিড় ঠেলে এগোতে এগোতে,
হঠাৎ তাকে দেখে থেমে গেল আমার ক্লান্ত পা দুটো ।
তাকে এখনও ঠিক ততটাই সুন্দর দেখতে,
যতটা ছিল হাত ছাড়ার  আগে অবধি।
ছিল আমার ঘর,আমার গ্রাম,আমার প্রেম-
ছিল কিছুটা হলেও বেঁচে থাকার আশ,
সব কিছুর সাথে সেখানে ফেলে এসেছি জীবনের নির্যাস।


ডানা মেলে স্মৃতিরা উড়তে চায় সব সীমানা পেরিয়ে,
স্মৃতিদের তো আর কোনো দোষ নেই-
তারা জানে ভাগ হয়ে যাওয়া দেশের পাঁচিল টপকাতে,
তারা জানে আমাদের একসাথে কাটানো অতীতের কথা-
যে দিনগুলো এই মৃতদেহের ভিড়েও মলিন হয়ে যায় নি।
তার লাঞ্ছিত শরীরে অগুন্তি আঘাতের দাগ আর নারী হওয়ার যন্ত্রনা;
এতকাছ থেকে দেখেও চোখে আজ আর জল আসেনা।


অন্ধদের উন্মাদনায় আজ বিপন্ন আমার অস্তিত্ব,
আমার পরিচয়,আমার যৌবন আর ভবিষ্যত।
শক্ত চোয়ালে চালাচ্ছি নতুন নাগরিকত্ব পাবার লড়াই-
আমার প্রেয়সির মৃতদেহকে অগ্রাহ্য করে।
আগামীর মানচিত্রকে মাথায় রেখে প্রেমিকস্বত্তার কবর দিলাম,
আর মনুষ্যত্ব,মানুষ আমরা আগে ছিলাম।।