আমার মৃত্যুর জন্য -
না কেউ দায়ী নয়।
যারা আমার বেঁচে থাকার ইচ্ছে গুলোকে,
মেলায় বন্দুক দিয়ে বেলুন ফাটাবার ছেলেমানুষী উল্লাসে নষ্ট করেছে
                                                                      তারা নয়।
যারা দুধে জল মেশাবার চাতুর্যে হাওয়ায় বিষ মিশিয়ে
আমার ফুসফুসে নোংরা হাত মোছার ছাপ ফেলেছে                                                                  
                                                                     তারাও  নয়।
যারা হোলি খেলার গতানুগতিক উত্সাহে
আমার জীবনকে রঙিন করার ছলে ময়লা করেছে
                                                                     তারাও নয় |


মরে যাওয়াটা তো ঠিক ছিল সেদিন থেকেই ,
যখন বেঁচে থাকাটা কি, তাই জানা ছিল না।
সেই নিশ্চিত মরে যাবার আগে
জীবনের হাত ছুঁয়ে অন্তত একবার 'ভালো থেক' বলে যাওয়া ,
এক নি;স্বার্থ শুভেচ্ছা,
এরপর হাসি মুখে , মালার ফসিলের সাথে দেয়ালের গায়ে ,
অনন্তকাল সুখী থাকার বিজ্ঞাপন।