ষাট বছর আগে আজকের দিনে চলে  গিয়েছিলেন কবি জীবনানন্দ দাস।
জীবনানন্দ দাশ  ১৮৯৯ সালের ১৭ই  ফেব্রুয়ারী বরিশালে সর্বানন্দ  ভবনে জন্মগ্রহণ করেন।  তাঁর পরিবার গাওদিয়া গ্রাম থেকে ঢাকা জেলার বিক্রমপুর অঞ্চলে আসেন. জীবনানন্দ এর পিতা সত্যানন্দ  দাস ব্রজমোহন  স্কুলএর একজন শিক্ষকের সাথে প্রাবন্ধিক এবং একজন প্রকাশক  ছিলেন. তাঁর মা কুসুমকুমারী দাসী  একজন কবি ছিলেন (আমাদের দেশে হবে সেই ছেলে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে ) জীবনানন্দ তাঁর বাবা এর জ্যেষ্ঠ পুত্র ছিলেন আর তাঁর  ডাক নাম ছিল  মিলু  


তাঁর স্কুল জীবন অপেক্ষাকৃত সাধারণ বলা যায়।  ১৯১৫ সালে তিনি ব্রজ মোহন স্কুল থেকে তার ম্যাট্রিক পরীক্ষা পাস করে  এবং প্রথম শ্রেণী তে  ব্রজমোহন  কলেজএ  ১৯১৭ সালে  থেকে ইন্টারমিডিয়েট পাস করেন  


এরপর ১৯১৯ সালে  তিনি কলকাতার  প্রেসিডেন্সি কলেজ এ ভর্তি হন আর  ইংরেজি সাহিত্যে বি.এ. (অনার্স) আর ১৯২১ সালে কলকাতা বিশ্ব বিদ্যালয় থেকে এম। এ পাস করেন .  একই বছর, তার প্রথম কবিতা ব্রহ্মবাদী  জার্নালের বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়


জীবনানন্দ লেকচারার হিসেবে প্রথমে  সিটি কলেজে পরে  রামযশ  কলেজে কাজ করেন. তিনি ১৯৩৫  থেকে ১৯৪৭ পর্যন্ত   ব্রজমোহন  কলেজএ অধ্যাপনা করেছেন।
লিখে গিয়ে ছিলেন আবার আসিব ফিরে ...
সেই আশায় আছি