বাংলার অনেক কবির নিজের কবিতা আবৃত্তি শোনার সৌভাগ্য হয়েছে , বেশ কিছু আসরে , কিছু রেকর্ডে শুনেছি। সামনা সামনি , কবি মনীশ ঘটক, সুভাষ মুখোপাধ্যায় , অরুন মিত্র , শঙ্খ ঘোষ , শক্তি চট্টোপাধ্যায় , সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্র নাথ চক্রবর্তী, তারাপদ রায় আরো অনেককে পেয়েছি , রেকর্ডে শুনেছি কবিগুরু রবীন্দ্রনাথ আর বিদ্রোহী কবি নজরুলকে।
বাংলায় বাচিক শিল্পীদের সৌজন্যে কবিতা , শ্রুতি নাটক বিশেষ জনপ্রিয়।  কার নাম কোরবো ?
আমার ব্যক্তিগত মত, ভালো নাট্য পরিচালক বা নাট্যকার  বেশীর ভাগই ভালো অভিনেতা , কিন্তু কবিরা খুব কমই ভালো আবৃত্তিকার।