আমি এই শিক্ষা ব্যবস্থায়, অনেক পড়া ,
বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র গলায় ঝোলানো এক মুর্খ ।
বাবা বলতেন ," শিরদাঁড়াটা সোজা রাখতে শেখ ,
বাকি আর সব শিখতে সময় লাগেনা।  
কি সেই বাকি আর সব ?
ভয় আর পালানো ,
সেতো সেই বলতে শেখার শুরু থেকেই
লাগাতার শেখানো হয়েছে ।
অজগর তেড়ে এলো প্রথম বর্ণে,
ইঁদুরকে চিরকাল ঈগলের ভয় নিয়েই চলতে হবে ,
সেও সেই গোড়ার শিক্ষা।


চাঁদ দেখালে, মাটি চেনালে না ,
ভয় শেখালে বর্ণে বর্ণে ,
ভ দিয়ে ভালোলাগা, ভালবাসা কি শেখানো যেতনা ?
হয়তো যেতনা ,
পন্ডিত মশায়ের হাতে যে ছড়ি।