" মা'কে আমার পড়ে না মনে।
শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে,
একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে।
মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে।
মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে,
মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে।"
আজকাল বছরে একটি দিন মায়ের জন্য রাখা হয়েছে।  মে মাসের দ্বিতীয় রবিবার , দিব্যি ছুটির দিন , তাই সে দিনটা মায়ের জন্য রাখতে ব্যস্ত ছেলে মেয়েদের বেশী কষ্ট হয়না।
হটাত করে আসরে মা কে নিয়ে কবিতা লেখা উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে।  কারণ টা সবার জানা।
যেমন দেখি তাতে , এক এক জন কবির প্রকাশিত কবিতার সংখ্যা তো কম নয়।  তাহলে এতদিন , একটা কবিতা তো মায়ের নামে লেখা যেতেই পারত , বিশেষত ভাবনা যখন এতটাই গভীর। মাকে হটাত মনে পড়ল ? মা কে নিয়ে লিখতে হবে , তাই কাগজ কলম মন  না হয় এক হলো, কিন্তু , ভাব , সেটাও কি ফরমায়েসী হয়ে আসে ?