বাস্তবতা বড়োই কঠিন পদে পদে বাধা
কখন কী যে চোখে এসে লাগাবে কোন ধাঁধা,
বুঝে শুনে চলতে হবে, ভয় পেলে চলবে না
ফাঁকি দিলে হবে না কাজ দিয়ো না বাহানা।
নিজে তোমায় নিজেকে বাড়াতে ঠিক হবে
চেষ্টা করলে তোমার দ্বারা হবে যে সব ভবে,
যন্ত্রণাকে ভয় পেয়ো না, হও তুমি আগুয়ান
সুরে সুরে শুরু করো নতুনের অভিযান।
পশ্চাতে আর ফিরে তুমি তাকিয়ো না কভু
যা হবার তা দেখা যাবে চলতে থাকো তবু,
নিজেকে আর হারিয়ো না তুমি ভিড়ের মাঝে
মানব জীবন লাগাও তুমি, লাগাও সঠিক কাজে।
এইখানে শেষ নয় যে তোমার পথ এখনো বাকি
নিজেকে আর কভু তুমি দিয়ো না তাই ফাঁকি,
ধন্য হবে জীবন তোমার আগুয়ান হও সুরে
সঠিক পথের স্পর্শ পেলে যাবে বহুদূরে।
সৃষ্টি করো, করো তুমি আজ নতুন আবিষ্কার
তোমাকেই যে গড়তে হবে এই জীবনের আঁধার,
সকল কিছু সাধ্যের মাঝে চেষ্টা করেই দেখো
দীপ্ত হবে সকল কিছু নিজের থেকেই শেখো।।