রিক্সা ওয়ালা রিক্সা ওয়ালা
যাচ্ছ কোথায় চলে?
ঝরছে যে ঘাম মাথা থেকে পায়ে
পড়ছে শরীর গলে।


রিক্সা ওয়ালা রিক্সা ওয়ালা
নেই কি তোমার টাকা?
চলতে চলতে শরীর তোমার
হচ্ছে যে দেখি বাঁকা।


রিক্সা ওয়ালা রিক্সা ওয়ালা
কেউ কী তোমায় ডাকে?
আধুনিকতার সুরের ভেলায়
তোমায় কী কেউ রাখে।


রিক্সা ওয়ালা রিক্সা ওয়ালা
সুখের স্বপন আঁকো?
এতো কষ্টের ভাণ্ডার তুমি
লুকিয়ে কোথায় রাখো।।