এ সংসারে আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী ও জ্ঞানী এই চতুর্বিধ সুকৃতিশালী
এর মধ্যে ভালোবেসে জ্ঞানকেই শ্রেষ্ঠ বলে মানি
তুমি ভালোবেসে জ্ঞাননিষ্ঠ হয়ে যদি সাবধানে কর্ম করো
তবে সুখে দুঃখে সমভাব হয়ে নিরন্তর সুখে থাকো
ভালোবেসে জ্ঞানকে আপন করে অজ্ঞানকে যে করেছে পর
তার চিরদুঃখমুক্তি হবেই - এই কথাই সার, বাকি সব অসাড়
জ্ঞান ভক্তি কর্মে সন্তুষ্ট নয় যে আত্মা
পরমকে ভালোবেসে তার সাথে মিলন সে চায় না
স্বীয় হৃদয় সুস্থ করে জ্ঞান সরোবরে স্নান করলে
ভালোবেসে তার স্বীয় মনোভীষ্ট পূর্ণ হবে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা