জ্ঞানগর্ভ বর্ণমালা ভেদে আমি তুমি ভেদ হয়
নিয়তির ভালোবাসা ছাড়া সেই জ্ঞান না হয়
জ্ঞানে 'অসাধারণ' ভ্রম বলে যাকে মানি
ভালোবেসে সে সব খেলা যে নিয়তিরই
ভালোবেসে নিয়তি আমাদের বাধ্য করে
না কী নিয়তির আমার সবাই বাধ্য ছেলে
জ্ঞানকে ভালো না বেসে ছল, বল, কলা, কৌশল যতই করি না কেন
সকলি অদৃশ্য নিয়তির বাঁধন যেন
'নিয়তি' এক কথায় প্রকাশ
ভালোবেসে জন্ম জীবন মৃত্যু তারই বহিঃপ্রকাশ
নিয়তির পুতুল সবাই জ্ঞানকে ভালোবেসে একথা মানি
'কিন্তু' আছে বলে আমার মান রাখি
জন্ম-জীবন-মৃত্যু সকলি নিয়তির বাধ্য
জ্ঞানকে ভালোবাসতে পারি না বলে আমি হলাম অজ্ঞ।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা