মিথ্যে কথা দিয়ে মনকে রাখি ভুলিয়ে
সেই ভুলো মনটাই দেখি আজ দেহ থেকে গেছে হারিয়ে
মনের কথা বোঝার ক্ষমতা ছিল না আমার
কারণ দেহের পশুবল তাকে ছিনিয়ে নিয়েছে বার বার
সাড়া জীবনে এত ভুল করি
তবুও একবারও মনে হল না ভুল সংশোধনের কথা ভাবি
বুঝতেই পারি না ভুল করি কিসে
তাই সংশোধনের প্রশ্নই আসে না মনে
যদি কেউ আমার ভুলে কষ্ট পায়
আমি তো ভুল ধরতেই পারি না তবে আমার আছে কোন দায়
জীবনকে যারা বোঝে তারা বিশ্লেষণ করে বাঁচতে চায়
তাদের থাকে বোঝার দায় অন্যেরা নিরুপায়
বড় যদি কিছু পাই তাই আঁকড়ে ধরতে চাই
সে ভুল হোক বা ভুয়ো আমার তাইই চাই
প্রেসার কুকারের মতো আমার জীবন
মাঝে মাঝে ছিট্ দিয়ে জানান দেয় এখনও ফুরিয়ে যায়নি প্রয়োজন।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা