জ্ঞানকে ভালোবেসে অগ্নি যেমন জল সৃষ্টি করে
তেমনি আবার প্রয়োজনে তা শোষণ করে
জ্ঞানকে ভালোবেসে অগ্নি ভুক্তদ্রব্যের পাচনকর্তা
আবার জগতের পুষ্টিবিধায়ককর্তা
আপনি বৃদ্ধ নহেন, এমন কী এখনও পর্যন্ত যৌবনও অতিক্রম হয় নাই
তবে কেন জ্ঞানকে ভালোবাসায়  এখনও মন নিয়োজিত নয়
চিত্তানুরাগ যখন একটি মাত্র আধারেই থাকিতে পারে
তখন ভালোবেসে কিরূপে সমান অনুরাগী হইবে
জ্ঞানকে ভালোবেসে সচেতন মন নিয়ে কালের গর্ভে হারিয়ে যাওয়া
সকলই যেন অদৃষ্টের ফল বলে মেনে নেওয়া
জ্ঞানকে ভাল না বেসে অজ্ঞানান্ধ অহংকার বিশিষ্ট যে জনা
অহংকারে পরিণত হয় তার সকল ভাবনা
জ্ঞানকে ভালোবেসে সৎস্রোতের সহিত মিলন ঘটে যার
সে যে আত্মলাভে উজ্জ্বলতা পাবে সে এমন কী আর
জ্ঞানকে ভাল না বেসে অতলের আহ্বান আর অধরা প্রতিশ্রুতি
তার দৃষ্টিগাম্ভীর্য্যই বা কী চমৎকার এ কথা অস্বীকার না করি
জ্ঞানকে ভালোবেসে যার যশ দ্বারা জগৎ আলোকিত হইয়াছিলো
তাহার জন্মবৃত্তান্ত ও তাহার প্রভাব কী মানুষ জানিয়াছিল
জ্ঞানসম্পন্ন, সংগ্রামে অপরাজিত, বীর্য্যবান স্বরাষ্ট্র নামে যিনি জগৎবিখ্যাত
ভালোবেসে তার কথা মন ভাব না কেন।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা