গৃহের বিড়াল ভালোবেসে যদি প্রশ্ন করে
সংসারের ক্ষীর সর দুগ্ধ মৎস মাংস সকলি কার অধিকার
ভালোবেসে আমাদের অধিকার প্রতিষ্ঠা করো
আর  তোমাদের অধিকার নিয়ে তোমরা থাকো
বিড়ালের অধিকার ভালোবেসে বিড়ালকে বুঝিয়ে দিয়ে
সম অধিকার বন্টনে মানুষ যেন খুশি থাকে
তোমরা কোথায় বলো সমধিকার ধর্ম সঞ্চয়ের মূল কারণ
ভালোবেসে বিড়ালের অধিকার প্রতিষ্ঠা করো আর প্রহার করা তুলে নাও যখন তখন
সম অধিকারের দাবিতে যদি পশুকুল সোচ্চার হয়
তাই বুঝি ভালোবেসে বিধাতা মুখ বন্ধ রাখতে কয়
সম অধিকারের দাবি নিয়ে যদি পশুপ্রাণী জেগে উঠে
মানুষের অধিকারে ভালোবাসায় কম যে পড়ে যাবে।


সংগ্রহ :- আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা