জ্ঞানকে ভালোবেসে আশ্রয় যদি পেতে চাও
মাতৃভাষার সেই অক্ষরের কাছে ধর্ণা দাও
বীণা দেবীর ঝঙ্কারে মা যে মাতৃভাষায় কথা বলে
ভালোবেসে সেই কথা শুনতে চেয়ে অবাক শিশু তাকিয়ে থাকে মাতৃমুখে
মায়ের চাঁদ মুখ দেখে ভালোবেসে শিশু খিলখিলিয়ে হাসে
কারণ মাতৃভাষারূপ দুগ্ধ তার চাই যে
যে মাটিতে জন্ম, যে মাটিতে মৃত্যু, যে ভাষায় মত বিনিময়
ভালোবেসে সেই মাতৃভাষার যত্ন হয় কোথায়?
মাতৃভাষা কারো কানে যদি মিষ্টি না লাগে
তার দেশপ্রেম ভক্তি ভালোবাসায় যে অরুচি জাগে
মাতৃভাষাকে বাদ দিয়ে যদি কেউ উন্নতি করে
ভালোবাসার ভিত্তিটাই যেন তার নড়বড়ে ঠেকে
মাতৃভাষাকে ভাল না বেসে যার ভিত্তি গড়ে ওঠে
তিনি যেন ঘোর দুর্দিন সঙ্গে নিয়েই ঘোরে
ভালোবেসে মাতৃভাষা যদি সঙ্গে থাকে
উন্নতিতে তার ভয় থাকে না কোনো কালে
ভালোবেসে মাতৃভাষার জন্য আত্মবলিদান দিয়েছিলেন যারা
বছরে একদিন ভাষা দিবস পালনে সেই ঋণ শোধ করি আমরা
চৈতন্য প্রভায় আলোকিত হোক প্রতিটি মানুষের হৃদয়
ভালোবেসে সৃষ্টি রসে মেতে উঠুক সকলে মাতৃভাষায়
মানুষের মনের শুভ্র ইচ্ছা ও আনন্দ
ভালোবেসে মাতৃভাষায় প্রকাশ হোক আছে যত
পারস্পরিক ভাব ও ভালোবাসা
মাতৃভাষায় সহজভাবে করো তুমি দেওয়া নেওয়া
ভালোবেসে মাতৃভাষার সুবাতাসে নির্মল হবে মন যে তোমার
সুখের সাগরে ভাসবে তুমি এই বিশ্ব চরাচর
মাতৃভাষার শক্তি ছাড়া অক্ষর শব্দ বাক্য লিখবার ক্ষমতা নাই
ভালোবেসে তার কথা স্মরণ করো না কেন ভাই
ভালোবেসে মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা সকলের আছে
কিন্তু অশালীন ভাষা ব্যবহারে অবশ্যই সংযত  হবে
জ্ঞানকে ভালোবেসে মাতৃভাষার চর্চা হবে
আর সুস্থ সুন্দর মজবুত জায়গা করে তার দুরাবস্থা ঘুচবে।



সংগ্রহ :- আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা