জ্ঞানকে ভালোবেসে আমরা সত্যবাদী
কখনো অসত্য আচরণ চিন্তাও না করি
জগতে সত্য বাক্য জয়লাভ করে
কারণ জ্ঞানকে ভালোবেসে সত্য কথায় ক্রোধ ও লজ্জা নেই বলে
সর্বদাই সত্য সংকল্প যুক্ত ব্যক্তির কণ্ঠ থেকে
ভালোবেসে নির্গত বাক্য সর্বদাই সুখকর হবে
অসত্য বাক্য কারো প্রীতিকর হয় না
তাই জ্ঞানকে ভালোবাসা ছাড়া জীব চলতে পারে না
মহান পুরুষ জ্ঞানকে ভালোবেসে সত্যবাক্যের বর্ধন করে
এবং তার মহিমায় চিরকাল জীবিত থাকে
জীবনের একই পথ হেলে দুলে চলছে এঁকে বেঁকে
জ্ঞানকে ভালোবেসে ভালোবাসা পাবার লোভে
চোখের পলকে বন্ধ হবে তোমার শ্বাস
তাই সময় থাকতে দিও জ্ঞানকে ভালোবাসার আশ্বাস
শ্বাস যদি নাই থাকে
জ্ঞানকে ভালোবাসবে কেমন করে
শেষ মুহূর্তের শ্বাসের চিন্তা যদি থাকে তোমার
তবে জ্ঞানকে ভালোবাসতে দেরি  হবে না আর
শ্বাস যদিও বা বন্ধ হয়
জ্ঞানের প্রতি ভালোবাসা যেন চালু রয়
যতক্ষণ শ্বাস আছে
ততক্ষন জ্ঞানের প্রতি ভালোবাসার সুযোগ পাবে
জীবন যৌবন কাটে যদি শ্বাস কে করে পুঁজি
তবেই জ্ঞানকে ভালোবাসার কথা বলতে পারবে শেষ অবধি
হৃদয় যদি করে সেই শ্বাসের চিন্তা
তবে জ্ঞানকে ভালোবাসা নিয়ে তার নেই কোনো দুশ্চিন্তা
যতক্ষণ শ্বাস থাকবে
ততক্ষন জ্ঞানকে ভালোবাসার চেষ্টা করবে
শেষ প্রান্তে এসে যদি শ্বাস থমকে দাঁড়ায়
তবুও জ্ঞানের প্রতি ভালোবাসা যেন অটুট রয়
ঠিক নেই কখন বন্ধ হবে তোমার শ্বাস
তাই সময় হারিয়ে জ্ঞানকে ভাল না বেসে করবে হায় হুতাশ
শ্বাসের ঘরে তালা দিবে যে
জ্ঞানকে ভালোবাসার আশায় বসে আছে সে
শ্বাস থাকতে জ্ঞানকে ভালোবাসো
আরও  বেশি করে জীবন উপভোগ করো
শ্বাস নিয়ে এত কথা
তবুও জ্ঞানকে ভালোবাসার সুবাতাস কেন বয় না
শ্বাস কে তুমি চিনবে কেমন করে
যার অভাবে জ্ঞানের প্রতি ভালোবাসা আর না রবে
শ্বাসের শুরুতে তুমি শ্বাসের মাঝে তুমি
শ্বাসের শেষেও প্রাণের প্রতি ভালোবেসে জ্ঞান যে তুমি
শ্বাস থাকতে থাকতে ইচ্ছে হলে
পারবে তুমি জ্ঞানকে ভালোবাসতে
শ্বাস ই যদি তোমার সম্বল হয়
তবে জ্ঞানকে ভালোবাসতে কেন দেরি হয়
শ্বাস কে বলো তুমি দাড়াও একটু ভাই
জ্ঞানকে ভালোবেসে তোমার সঙ্গে যেতে চাই
দম ফুরালে শ্বাস কেমন করে নেবে
তাই সময়েকে কাজে লাগাও জ্ঞানকে ভালোবেসে
মাতব্বরি চলে না শ্বাসের ঘরে
কিন্তু জ্ঞানকে ভালোবাসা সে তো তোমার ওপর নির্ভর করে
শ্বাস কে দেখা যায় না যেমন
জ্ঞানের প্রতি ভালোবাসা দেখতে পাবে না তেমন
দেহের ঘরে শ্বাস যদি সর্বশক্তিমান হয়
তবে জ্ঞানকে ভালোবাসতে নিষেধ কেবা কয়  
যত পারো শ্বাস নাও দোষ নেই তাতে
জ্ঞানের প্রতি ভালোবাসা যেন কম পড়ে না পাতে
শ্বাসের কত দাম শ্বাস আটকে গেলে বুঝা যায়
তেমনি জ্ঞানের মূল্য বুঝতে জ্ঞানকে ভালোবাসতে হয়
শ্বাস থাকে অন্তর মাঝার
জ্ঞানকে ভালোবেসে তার যত কারবার
শ্বাস কে তুমি কতটুকু চেনো
শুধু যে ভালোবাসার কথা বলো
আঁকার আকৃতি বিহীন শ্বাস
জ্ঞানকে ভাল না বাসলে আসবে না সেই বিশ্বাস
যে শ্বাসে জীবন গড়া
জ্ঞানকে ভালোবাসতে না পেরে তা রয়ে গেল অধরা
শ্বাসের কিন্তু লিঙ্গভেদ আছে
না হলে ভালোবেসে কেন দুই পথে যাওয়া আশা করে
শ্বাসের আরও এক লিঙ্গ আছে
জ্ঞানকে ভালোবাসো তবেই জানতে পারবে
শুধু শ্বাস নিয়ে ভাবনার অভাব নাই
কিন্তু জ্ঞানকে ভালোবাসার নাম গন্ধ না পাই
অতীত পতিতের বাড়ি ঘর
শ্বাস কে ধরে ভালোবেসে জ্ঞানকে সম্বল করো
যে শ্বাস কে সম্বল করে এগিয়ে চলো তুমি
অথচ জ্ঞানকে ভালোবাসার কথা উঠলে পিছিয়ে আসো শুনি
শ্বাস দিয়েছে যিনি তোমাকে
তুমি কথা দিয়েছিলে জ্ঞানকে ভালোবাসবে
শ্বাসের কারবার যে বা বুঝে
জ্ঞানকে ভালোবাসতে তার বাধা না থাকে
যে শ্বাস থাকলে জীবন আর না থাকলে মরণ
তবুও জ্ঞানকে ভালোবাসতে রাজি নয় কেন মন
শ্বাসের ঘরে বাস করেন যিনি
জ্ঞানকে ভালোবাসার ব্যাপারী তিনি
শ্বাস নিতে যদি ভুল না হয়
জ্ঞানকে ভালোবাসতে তবে কেন ভুল হয় l
দেহের যত মাতব্বরি
শ্বাস কে ভালোবেসে তার কারিগরি
সময় থাকতে যেমন শ্বাস নিতে হয়
তেমনি সময়ের আগেই জ্ঞানকে ভালোবাসতে কয়
শ্বাস নিয়ে তোমার এত ছেলেখেলা
তাইতো জ্ঞানকে ভাল না বেসে করো অবহেলা
তাই শ্বাস আছে যতক্ষণ
ভালোবেসে জ্ঞানই বল বলে ভাবো ততক্ষন


সংগ্রহ :- আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা