নয়ন জলে বুক ভাসালাম
ভালোবেসে তবুও কাউকে না পেলাম
নয়ন জলে বুক ভাসিয়ে কেউ তো আসে না
ভালোবাসার কথা বলে মন ভরায় না
নয়নের জল কত যে দামি
ভাল না বেসে আজও বুঝতে পারিনি
ভালোবেসে নয়ন জলে কেউ ডাকছে আমায়
মন এ কথা বিশ্বাস করতে না চায়
ভালোবাসতে নয়নের জল লাগে
একথা বুঝিনি আগে
নয়নের জলে ভালোবাসার কথা বলো তুমি
আগে কেন একথা বুঝিনি
ভালোবাসলে নয়নের জল হয় যে ভারী
জল দেখে আন্দাজ করতে না পারি
নয়নের জলে ভালোবাসার কথা বলে যে
তার মুখের কথা যায় কমে
নয়নের জলের রং চিনতে শিখিনি
তাইতো এখনও আমার ভালোবাসা হয়ে ওঠেনি


কোন রঙের চোখের জলে কী ধরা আছে
ভাল না বাসলে বুঝবে কেমন করে
নয়ন ভরা জল যে তোমার আঁখি ছলছল
ভালোবাসতে না পেরে অশ্রুজলে নয়ন করে জ্বলজ্বল
ভালোবাসার নয়ন যদি থাকে তোমার দেখতে পাবে তুমি
সেই নয়নের ভালোবাসা আর  কেমন তার আঁখি
নয়ন জলে ভালোবাসা, নয়ন জলে বিদায়
নয়ন জলে শ্রদ্ধা তোমায়, নয়ন জল যে অনেক কিছু শেখায়
তিন ধারায় নয়নের জল বয় শিখতে পারিনি
তাইতো তোমার সনে ভালোবাসাও হয়নি


ভালোবেসে নয়নের জল কেমন করে যাওয়া আসা করে
দেখাবে কী শেখাবে কী শিখতে চাই যে আমি
নয়নের জলে আঁখি যদি হয় পূর্ণ
তা কী দুঃখ আবেগ ভালোবাসা নাকি রূপ তার ভিন্ন
অশ্রু ভেজা নয়ন দেখলে আমার ভয় যে করে
তাই  ভালোবাসার কথা হয়নি বলা বলি বলি করে
ভালোবেসে নয়নের জল ফেলতে না জানি
তবে কেমন করে ভালোবাসা পাবো আমি
জীবন ভরে নয়ন জলে থাকতে যদি পারো
তারপরও ভালোবেসে মন সন্তুষ্ট নয় যেন
শুনলাম ভালোবেসে তুমি সুখে আছো
তবে কেন নয়নে জল এখনও
ভালোবেসে নয়নের জল আসে যেথা হতে
সেই ভাণ্ডারে তোমার কত জল আছে
ভালোবেসে নয়নের  জলে ভাসিয়ে দিলে জীবন
এখন জীবন পথে তোমার নৌকা প্রয়োজন
ভালোবেসে যতবার ভেবেছি তোমারই কথা
অন্য কিছু দেখতে পাই না নয়নের জল ছাড়া
ছোট্ট দুটি নয়নের এত জল আসে কেমনে
ভালোবেসে বোঝা হল না আমার এ জীবনে
ভালোবেসে নয়ন জলে যে ছবি আঁকো
সেই ছবির বিষয় বোঝা নয় মোর সাধ্যয়্যাত্ব
ভালোবেসে নয়নের জলে হারিয়ে যাবো আমি
স্বপ্নেও সে কথা ভাবনায় আসেনি
নয়ন জলে কোন  রঙে কী ছবি আঁকা আছে
ভালোবেসে সেই তুলিখানা দেখাবে আমাকে
ভালোবেসে নয়নের জল আসে না আমার
দোষ দিবো কাকে, ধরবো কাকে, আছে কী কেউ দেখার
যে জল নয়নে ঝরে
ভালোবেসে তার মূল্য কজন বোঝে
শিউলি গাছে শিউলি ফুল ঝরে যেমন
ভালোবেসে নয়নের ঝরা অশ্রু কী তেমন
ভালোবেসে আবেগের স্রোতে নয়নের জল প্রপাত
সুখে দুঃখে  ঝরে তার অশ্রুপাত
অশ্রুপাত লেখা আছে যার ভাগ্যে
ভালোবাসুক আর নাই বাসুক সেই ধারা বইবে
চোখের  অশ্রু ভালোবেসে চোখ যতক্ষণ ধরে রাখে
বলতে পারো তা কোন ঐশ্বর্য্য প্রকাশ করে
ভালোবেসে চোখের অশ্রু ব্যবহার করে যে ভাষা
তা বুঝতে পারে এমন মানব মানবী নয় কী হাতে গোনা
ভালোবেসে অশ্রুভরা নয়নজলে তুমি যে প্রতিজ্ঞা নিলে
আমার তাতে সম্মতি আছে কিনা ভেবে না দেখলে
যত অশ্রু ঝরে তোমার নয়নে
ভালোবেসে সেই অশ্রু যেন মুক্তা হয়ে ঝরে।


সংগ্রহ :আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা