দৃষ্টিতে যখন জ্বলে ওঠে হাজার তারার আলো
ভালোবেসে তা কী নতুনের আহ্বান, নাকি প্রদীপ নিভে যাওয়ার মুহূর্ত?
সামনে রাখা আছে জ্বলন্ত মোমবাতি
ভালোবেসে জীবন প্রদীপ জ্বলছে বুঝি এমন করি,
কখন মোম গলে আগুন নিভে যাবে
আর ভাল না বেসে জীবন প্রদীপ অন্ধকারে যাবে চলে,
দমকা হাওয়ায় মোমের আলো নড়াচড়া করে
তেমনি জ্ঞানকে ভাল না বেসে জীবন প্রদীপ স্থির নাহি রহে,
ভালোবেসে এখনও আলো যায়নি নিভে
কারণ মোম যে পুড়তে বাকি আছে,
মোমের অংশ যতক্ষণ আছে দেহে
ভালোবেসে আগুন যে ছেড়ে দিবে না আমাকে।


সংগ্রহ : আদর্শ লিপি,ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা