মানুষের মন এক আজব সৃষ্টি
কোথা থেকে ভালোবেসে পায় এত শক্তি?
চোখে চোখে শত্রু মিত্র যায় না চেনা
আবার মন ছাড়া ভালোবাসাও হয় না,
চোখে দেখে শত্রু মিত্র যদি না যায় চেনা
তবে মন কিন্তু চোখে দেখে চিনে নেয় তার ভালোবাসা,
চর্ম চক্ষু আর মন চক্ষুর দৃষ্টির মিলন যখন এক হয়
তখন সেই মিলনকেই কী ভালোবাসা কয়?
চোখ যা দেখে মন যদি তাই বলে
তবেই তোমার ভালোবাসা সফল হবে।


মনের ভাষা যদি চোখে আনতে জানো
তবে চোখ দিয়েই তুমি ভালোবাসতে পারো,
চোখে দেখে ভাল লাগে যাকে
ভালোবেসে মন তা অস্বীকার করতে না জানে,
চোখে চোখে যখন হয় শুভদৃষ্টি
সেটাই কী মনের ভালোবাসা প্রকাশ করার ভঙ্গি?


সংগ্রহ:  আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্রপত্রিকা