বাঁধ ভাঙা দুঃখ ক্লান্ত হয় কয় দিনে,
তারপর পরিশ্রান্ত অ্যাজমা নিয়ে বুকে
ব্যাথা বসে যায় পাথরের প্রশান্তি নিয়ে।
নিঃশব্দ কেউ নেই, তবু কান কলিং বেলে থাকে।
বাইরের রোদ্দুরে একবার কেউ যদি মা বলে ডাকে!
লেগে আছে চোখে, মধ্যাহ্নের কানে
ছাদের, ঘরের, ব্যালকনি্র কোনে
কালো পথে, শোক ভুলে থাকা মনে!
বেদনা কি প্রশান্ত, কত স্থির!
চুঁয়ে যায় দুপুরের বিবশ শরীর!
সাদা দেওয়াল ধুসর মেঝে আর শিলিং পাখা
ফ্রেমে বাঁধা দৃপ্ত মুখ দেখা,আর দুপুরের খাঁ খাঁ!