আমার ক্লাসিক নব্যধ্রুপদী পৃথিবীতে
তোমার ফ্ল্যাটের মিসটিরিয়াস ব্যালকনি
চাদরে ঢাকা মুখ আদর মাখে
তোমার কাঁচের জানলায় সিম্পনি।


আমার পৃথিবী ক্রমানুসারে ঘুরছে
আমি তোমার গতানুগতিক নিশ্বাস মাপছি
তুমি নাটকীয়তায় একলা স্নানঘরে
আর আমি স্বপ্নঘুমে কাঁপছি।


আমার পৃথিবী এখন উত্তর - দক্ষিণ
আমার অধিবৃত্ত ছাদে তোমার ছায়া
তুমি ছন্দ দিয়ে কবিতা সাজাও
আর আমার চোখে লীলাময়ী কায়া।


মাঝরাতে তোমার বুকে নীল ডায়েরী
তখন একলা রাত্রি আমার পাশে
পৃথিবী তখন হাওয়ায় দোলে
আমার রাত কাটে অন্য ত্রাসে।